ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৮২
তিনটি পাথর দ্বারা ইসতিনজা করা মুসতাহাব এবং ইসতিনজার সময়ে পর্দা করা ওয়াজিব
(২৮২) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি দুই ব্যক্তি মলত্যাগ করে তাহলে যেন একে অপর থেকে আড়ালে চলে যায় এবং উভয়ে কথা না বলে । কারণ আল্লাহ তা ঘৃণা করেন।
عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم إذا تغوط الرجلان فليتوار كل واحد منهما عن صاحبه ولا يتحدثا فإنّ الله يمقت على ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৮২ | মুসলিম বাংলা