ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৮১
তিনটি পাথর দ্বারা ইসতিনজা করা মুসতাহাব এবং ইসতিনজার সময়ে পর্দা করা ওয়াজিব
(২৮১) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি পাথর দিয়ে শৌচ করবে সে যেন বেজোড় সংখ্যায় পাথর ব্যবহার করে । যদি কেউ তা করে তাহলে ভালো, আর না করলে অসুবিধা নেই ।... এই হাদীসে আরো বলা হয়েছে, যে ব্যক্তি মলত্যাগের জন্য গমন করবে, সে যেন নিজেকে আড়াল করে।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: من استجمر فليوتر من فعل فقد أحسن ومن لا فلا حرج... ومن أتى الغائط فليستتر
