ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৮০
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৮০) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, যখন কুবাবাসীদের সম্পর্কে এই আয়াত নাযিল হল: 'তথায় এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদিগকে আল্লাহ পছন্দ করেন'। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে তাদের পবিত্রতা অর্জনের বিষয়ে জিজ্ঞাসা করেন। তারা বলেন, আমরা পাথর ব্যবহারের পরে পানি ব্যবহার করি।
عن ابن عباس رضي الله عنهما قال: لما نزلت هذه الآية في أهل قباء: فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين فسألهم رسول الله صلى الله عليه وسلم فقالوا: إنا نتبع الحجارة الماء
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, হাফিয ইবন হাজার আসকালানি বলেন, এই হাদীসের মূল সহীহ রূপ আবু হুরাইরা রা. থেকে আবু দাউদ ও তিরমিযি কর্তৃক সঙ্কলিত এবং ইবন খুযাইমা সহীহ বলে উল্লেখ করেছেন । সেখানে শুধু পানি ব্যবহারের কথা বলা হয়েছে, পাথরের উল্লেখ নেই।
