ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৭৯
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৯) উমার রা.র খাদিম ইয়াসার ইবন নুমাইর বলেন, উমার রা. যখন পেশাব করতেন তখন বলতেন, আমাকে কিছু দাও, যা দিয়ে আমি ইসতিনজা করব । তখন আমি কাঠের টুকরা ও পাথর তার হাতে প্রদান করতাম, অথবা তিনি কোনো প্রাচীরে এসে তাতে মুছে নিতেন, অথবা মাটি স্পর্শ করতেন, আর তিনি তা (যৌনাঙ্গ) ধৌত করতেন না।
عن مولى عمر يسار بن نمير قال: كان عمر رضي الله عنه إذا بال قال: ناولني شيئا أستنجي به قال: فأناوله العود والحجر أو يأتي حائطا يمسح به أو يمس الأرض ولم يكن يغسله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৭৯ | মুসলিম বাংলা