ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭৮
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৮) আলী রা. বলেন, তোমাদের পূর্বের যুগের মানুষেরা ছাগলের মতো দানাদানা মলত্যাগ করত। আর তোমরা নরম ও বেশী মলত্যাগ কর।** কাজেই তোমরা পাথর ব্যবহারের পরে পানি ব্যবহার করবে।
عن علي رضي الله عنه إن من كان قبلكم كانوا يبعرون بعرا وإنكم تثلطون ثلطا فاتبعوا الحجارة بالماء
হাদীসের ব্যাখ্যা:
ইসলামের প্রথম যুগের মানুষদের খাদ্য কম ছিল। পরবর্তী যুগে প্রাচুর্যের কারণে খাদ্যের প্রকরণ ও পরিমাণ বৃদ্ধি পায়। মলত্যাগে এর প্রভাব পড়ে। (অনুবাদক)
