ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৮) আলী রা. বলেন, তোমাদের পূর্বের যুগের মানুষেরা ছাগলের মতো দানাদানা মলত্যাগ করত। আর তোমরা নরম ও বেশী মলত্যাগ কর।** কাজেই তোমরা পাথর ব্যবহারের পরে পানি ব্যবহার করবে।
كتاب الطهارة
عن علي رضي الله عنه إن من كان قبلكم كانوا يبعرون بعرا وإنكم تثلطون ثلطا فاتبعوا الحجارة بالماء
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি, ইবন আবী শাইবা, আব্দুর রাযযাক। সনদ গ্রহণযোগ্য)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৬৩৪; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৫১৭]
হাদীসের ব্যাখ্যা:
ইসলামের প্রথম যুগের মানুষদের খাদ্য কম ছিল। পরবর্তী যুগে প্রাচুর্যের কারণে খাদ্যের প্রকরণ ও পরিমাণ বৃদ্ধি পায়। মলত্যাগে এর প্রভাব পড়ে। (অনুবাদক)