ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭৭
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৭) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (প্রকৃতির ডাকে সাড়া দিয়ে) নির্জনস্থানে গমন করলে আমি এবং আমার মতো আরেকজন বালক দুজনে একপাত্র পানি ও একটি বল্লম বা বর্শা নিয়ে গমন করতাম (ওযুর জন্য পানি ও নামাযের সামনে সুতরা বা আড়াল হিসাবে ব্যবহারের জন্য বর্শা) । তিনি পানি দিয়ে ইসতিনজা করতেন ।
عن أنس رضي الله عنه يقول: كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام نحوي إداوة من ماء وعنزة يستنجي بالماء
