ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭৬
গোবর-ঘুঁটের অপবিত্রতা, পানি দ্বারা পবিত্র হওয়া মুসতাহাব এবং পানি ও পাথর উভয়ের ব্যবহার মুসতাহাব
(২৭৬) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মলত্যাগের জন্য বের হন। তিনি আমাকে বলেন, আমাকে তিনটি পাথর এনে দাও। আমি দুইটি পাথর পেলাম এবং তৃতীয় একটি খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তখন একদলা পশুর শুকনো মল বা গোবর নিলাম । অতঃপর সেগুলো তাঁর কাছ এনে দিলাম। তিনি পাথর দুইটি নিলেন এবং গোবরের টুকরা ফেলে দিলেন এবং বললেন, এটা অপবিত্র।
عن عبد الله رضي الله عنه يقول: أتى النبي صلى الله عليه وسلم الغائط فأمرني أن آتيه بثلاثة أحجار فوجدت حجرين والتمستُ الثالث فلم أجده فأخذت روثة فأتيته بها فأخذ الحجرين وألقى الروثة وقال: هذا ركس
