ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭৫
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৫) হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক এলাকার আবর্জনার স্থানে গমন করেন। অতঃপর তিনি দাঁড়িয়ে পেশাব করেন ।
عن حذيفة رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم سباطة قوم فبال قائما
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সম্ভবত কোনো ওযরের কারণে এভাবে দাঁড়িয়ে পেশাব করেন। অথবা এভাবে দাঁড়িয়ে পেশাব করা যে মুবাহ তা দেখানোর জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেন। আল্লাহই ভালো জানেন।
