ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭৪
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৪) উমার রা. বলেন, ইসলাম গ্রহণের পর থেকে আমি দাঁড়িয়ে পেশাব করি নি।
كتاب الطهارة
عن عمر رضي الله عنه قال: ما بلت قائما منذ أسلمت
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাযযার। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [মুসনাদ বাযযার, হাদীস-১৪৯; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৩২৪; মুস্তাদরাক হাকিম, হাদীস-৬৪৪; সুনান তিরমিযি, হাদীস-১২; সুনান ইবন মাজাহ, হাদীস-৩০৮]