ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৭৪
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৪) উমার রা. বলেন, ইসলাম গ্রহণের পর থেকে আমি দাঁড়িয়ে পেশাব করি নি।
عن عمر رضي الله عنه قال: ما بلت قائما منذ أسلمت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৭৪ | মুসলিম বাংলা