ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭৩
বসে অথবা দাঁড়িয়ে পেশাব করা
(২৭৩) আয়িশা রা. বলেন, যদি কেউ তোমাদেরকে বলে যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পেশাব করতেন তাহলে তোমরা তা সত্য বলে মানবে না। তিনি বসে ছাড়া পেশাব করতেন না।
عن عائشة رضي الله عنها قالت: من حدثكم أن رسول الله صلى الله عليه وسلم بال قائما فلا تصدقوه ما كان يبول إلا جالسا
