ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৮৪
মলমূত্র ত্যাগের সময় আল্লাহর নামাঙ্কিত আংটি খুলে নেওয়া
(২৮৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন শৌচাগারে প্রবেশ করতেন তখন তাঁর আংটি খুলে রাখতেন।
عن أنس رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء وضع خاتمه

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীসটি থেকে প্রমাণিত হয় যে, কুরআনের আয়াত বা আল্লাহর নাম অঙ্কিত আংটি বা অনুরূপ কিছু নিয়ে ইস্তিঞ্জাখানায় প্রবেশ করা মাকরূহ; আর এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫০) অতএব তাবীজ-কবজ ইত্যাদি অনাবৃত থাকলে ইস্তিঞ্জাখানায় প্রবেশের সময় তা খুলে নিবে অথবা ঢেকে রাখবে। খোলা ময়দানে ইস্তিঞ্জা করার ক্ষেত্রেও উক্ত বিধান প্রযোজ্য হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৮৪ | মুসলিম বাংলা