ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭০
মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পেছনে রাখার বিধান ও যে সকল দ্রব্য দিয়ে ইসতিনজা করা বৈধ নয়
(২৭০) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, আমি দেখি যে, রাসূলুল্লাহ (ﷺ) কিবলার দিকে পেছন ফিরে তাঁর প্রাকৃতিক প্রয়োজন সারছেন।
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يقضي حاجته مستدبر القبلة
হাদীসের ব্যাখ্যা:
আবু আইউব ও সালমান রা.র হাদীস থেকে স্পষ্ট জানা যায় যে শৌচাগার-অভ্যন্তরে বা মাঠে প্রান্তরে সর্বত্র ও সর্বাবস্থায় মলমূত্র ত্যাগের সময় কিবলাকে সামনে বা পেছনে রাখা নিষিদ্ধ। জাবির ও ইবন উমারের হাদীস থেকে এর বৈধতা বোঝা যায়। গ্রন্থকার এ বিষয়ে বলেন, সম্ভবত কিবলাকে সামনে বা পেছনে রাখার বৈধতা শুধুমাত্র রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য । কারণ তাঁর মর্যাদা কিবলার চেয়েও বেশি। এছাড়া লক্ষণীয় যে, এ বিষয়ক নিষেধাজ্ঞা স্পষ্ট নির্দেশ । পক্ষান্তরে বৈধতার বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ বা বাণী নেই । শুধুমাত্র তাঁর কর্ম রয়েছে, যা ব্যাখ্যাসাপেক্ষ। গ্রন্থকার রাহ. বলেন, কেউ কেউ বলেছেন, তাঁর কর্মের মাধ্যমে তিনি শিখিয়েছেন যে, এভাবে মলমূত্র ত্যাগ করা বৈধ। আর নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল, এভাবে মলমূত্র ত্যাগ না করাই উত্তম। কাজেই উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই।
অর্থাৎ উভয়ের সমন্বিত অর্থ হল, এভাবে ইসতিনজা বৈধ তবে অনুত্তম বা মাকরুহ তানযীহি। (অনুবাদক)
অর্থাৎ উভয়ের সমন্বিত অর্থ হল, এভাবে ইসতিনজা বৈধ তবে অনুত্তম বা মাকরুহ তানযীহি। (অনুবাদক)
