ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৭১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
মলমূত্র ত্যাগের আদব
(২৭১) তাবি’-তাবিয়ি হাবীব ইবন সালিহ তায়ি (মৃ. ১৪৭ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শৌচাগারে প্রবেশ করতে চাইলে তাঁর জুতা পরিধান করতেন এবং মাথা আবৃত করতেন ।
كتاب الطهارة
عن حبيب الطائي قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل المرفق لبس حذاءه وغطى رأسه

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি ইবন সা'দ সঙ্কলন করেছেন। হাদীসটি মুরসাল এবং তাবি’-তাবিয়ি পর্যন্ত এর সনদ হাসান)। [ইবনু সা'দ, আত তাবাকাতুল কুবরা, পৃ: ২৯০]
এখানে কয়েকটি বিষয় লক্ষ্যণীয়: প্রথমত, হাদীসটি ইবন সা'দ ছাড়াও বাইহাকি সঙ্কলন করেছেন। আব্দুর রাউফ মুনাবি ও অন্যান্য মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, হাদীসটি শুধু মুরসালই নয়, তাবি’-তাবিয়ি হাবীব তায়ি পর্যন্ত সনদও দুর্বল। হাদীসটির একমাত্র বর্ণনাকারী আবু বাকর ইবন আব্দুল্লাহ ইবন আবু মরিয়ম। তিনিই দাবি করেন যে, হাবীব তায়ি তাকে হাদীসটি বলেছেন। এই আবু বাকর দুর্বল রাবী। দ্বিতীয়ত এ বিষয়ে সহীহ সনদে আবু বাকর সিদ্দীক রা. থেকে বর্ণিত হয়েছে, তিনি নিজে ইসতিনজার সময় মাথা আবৃত করতেন এবং মুসলিমদেরকে মাথা আবৃত করতে উৎসাহ দিতেন। হাদীসটি আব্দুল্লাহ ইবনুল মুবারক তার 'আয যুহদ' গ্রন্থে (পৃ: ১০৭) ও অন্যান্য মুহাদ্দিস সহীহ সনদে সঙ্কলিত করেছেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান