ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৬৯
মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পেছনে রাখার বিধান ও যে সকল দ্রব্য দিয়ে ইসতিনজা করা বৈধ নয়
(২৬৯) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কিবলা সামনে রেখে মূত্রত্যাগ করতে নিষেধ করেছিলেন। অতঃপর তাঁর ইন্তিকালের এক বছর পূর্বে তাঁকে কিবলাকে সামনে রাখতে দেখলাম।
عن جابر رضي الله عنه قال: نهى النبي صلى الله عليه وسلم أن تستقبل القبلة ببول فرأيته قبل أن يقبض بعام يستقبلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৯ | মুসলিম বাংলা