ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৬১
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট শিশুদের আনয়ন করা হত এবং তিনি তাদের জন্য দুআ করতেন। একবার এক শিশুপুত্রকে তাঁর নিকট আনয়ন করা হলে সে তার দেহে পেশাব করে দেয়। তখন তিনি বলেন, এর উপর বেশী করে পানি ঢেলে দাও।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم وإنه أتي بصبي فبال عليه فقال رسول الله صلى الله عليه وسلم صبوا عليه الماء صبا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬১ | মুসলিম বাংলা