ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৬২
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬২) (নবী পত্নী মাইমূনা রা.র বোন এবং নবীজি (ﷺ) এর চাচা আব্বাস রা.র স্ত্রী) উম্মুল ফাদল লুবাবা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শিশু পুত্রের পেশাবের উপর পানি ঢেলে দিতে হয় এবং শিশু কন্যার পেশাব ধৌত করতে হয়।
عن أم الفضل رضي الله عنها مرفوعا: إنما يصب على بول الغلام ويغسل بول الجارية
