ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৬০
দুগ্ধপোষ্য পুত্র বা কন্যা শিশুর পেশাব
(২৬০) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একটি পুত্রশিশুকে আনয়ন করা হয়। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে । তখন তিনি পানি চেয়ে নেন এবং পেশাবের উপর পানি ঢেলে দেন।
عن عائشة رضي الله عنها أنها قالت: أتي رسول الله صلى الله عليه وسلم بصبي فبال على ثوبه فدعا بماء فأتبعه إياه
