ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫৪
ভূপৃষ্ঠ কীভাবে পবিত্র করা হবে
(২৫৪) আব্দুল্লাহ ইবন মাসউদ রা বলেন, একজন বেদুঈন যাযাবর এসে মসজিদের মধ্যে পেশাব করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) পেশাবের স্থান খুঁড়তে নির্দেশ দেন এবং সেখানে এক বালতি পানি ঢেলে দেওয়া হয়।
عن عبد الله رضي الله عنه قال: جاء أعرابي فبال في المسجد فأمر النبي صلى الله عليه وسلم بمكانه فاحتفر وصب عليه دلو من ماء
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার মাজমাউয যাওয়ায়িদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে, হাদীসটির সনদের বর্ণনাকারীগণ সহীহাইনের রাবী সম্ভবত এখানে একটি বিষয় তার দৃষ্টি এড়িয়ে গিয়েছে। আল্লামা হাইসামি এই হাদীসটি উল্লেখ করে লিখেছেন, এই হাদীসের সনদের একজন রাবী সামআন ইবন মালিক দুর্বল.. বাকি বর্ণনাকারীগণ সহীহাইনের রাবী। দেখুন: মুসনাদ আবু ইয়া'লা ৬/৩১০, মাজমাউয যাওয়ায়িদ ১/২৮৬ ও ২/১১। (অনুবাদক)
