ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫৫
ভূপৃষ্ঠ কীভাবে পবিত্র করা হবে
(২৫৫) তাবিয়ি আব্দুল্লাহ ইবন মা'কিল ইবন মুকারিন (মৃ. ৮৮ হি.) এই ঘটনা বর্ণনার মধ্যে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন বলেন, যে মাটির উপর পেশাব করেছে সেই মাটি তোমরা তুলে নাও এবং সেই স্থানে পানি ঢেলে দাও ।
عن عبد الله بن معقل بن مقرن هذه القصة وفيه: خذوا ما بال عليه من التراب فألقوه وأهريقوا على مكانه ماء
