ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫৬
পেশাবের বিষয়ে কড়াকড়ি করা ও হালাল জীবজন্তুর পেশাবের বিধান
(২৫৬) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা পেশাব থেকে আত্মরক্ষা করবে; কারণ কবরে সর্বপ্রথম এ বিষয়েই বান্দার হিসাব নেওয়া হবে।
عن أبي أمامة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا البول فإنه أول ما يحاسب به العبد في القبر
