ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৫৩
ভূপৃষ্ঠ কীভাবে পবিত্র করা হবে
(২৫৩) আবু হুরাইরা রা. বলেন, এক বেদুঈন যাযাবর মসজিদের মধ্যে পেশাব করে। তখন উপস্থিত মানুষেরা তাকে ধরেন। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বলেন, তোমরা ওকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপরে এক বালতি পানি ঢেলে দাও।
عن أبي هريرة رضي الله عنه قال: قام أعرابي فبال في المسجد فتناوله الناس فقال لهم النبي صلى الله عليه وسلم: دعوه وهريقوا على بوله سجلا من ماء أو ذنوبا من ماء
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৩ | মুসলিম বাংলা