ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৫২
ভূপৃষ্ঠ কীভাবে পবিত্র করা হবে
(২৫২) তাবিয়ি মুহাম্মাদ ইবন আলী ইবনুল হানাফিয়্যাহ (৮০ হি.) এবং তাবিয়ি আবু কিলাবা আব্দুল্লাহ ইবন যাইদ (১০৪ হি.) উভয়ে বলেন, ভূমি যদি শুকিয়ে যায় তাহলে তা পবিত্র হয়ে যাবে।
عن ابن الحنفية وأبي قلابة قالا: إذا جفت الأرض فقد زكت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫২ | মুসলিম বাংলা