ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৫১
ভূপৃষ্ঠ কীভাবে পবিত্র করা হবে
(২৫১) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমি মসজিদের রাত্রি যাপন করতাম। তখন আমি অবিবাহিত যুবক ছিলাম । কুকুরগুলো মসজিদের মধ্যে যাতায়াত করত এবং পেশাব করত, কিন্তু তারা (সাহাবিগণ) সেগুলোর কোনো কিছুর উপর পানি ঢালতেন না ।
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: كنت أبيت في المسجد في عهد رسول الله صلى الله عليه وسلم وكنت فتى شابا عزبا وكانت الكلاب تبول وتقبل وتدبر في المسجد فلم يكونوا يرشون شيئا من ذلك
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৫১ | মুসলিম বাংলা