ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ভূপৃষ্ঠ কীভাবে পবিত্র করা হবে
(২৫১) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমি মসজিদের রাত্রি যাপন করতাম। তখন আমি অবিবাহিত যুবক ছিলাম । কুকুরগুলো মসজিদের মধ্যে যাতায়াত করত এবং পেশাব করত, কিন্তু তারা (সাহাবিগণ) সেগুলোর কোনো কিছুর উপর পানি ঢালতেন না ।
كتاب الطهارة
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: كنت أبيت في المسجد في عهد رسول الله صلى الله عليه وسلم وكنت فتى شابا عزبا وكانت الكلاب تبول وتقبل وتدبر في المسجد فلم يكونوا يرشون شيئا من ذلك
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি আবু দাউদ সঙ্কলিত করেছেন। এই হাদীসের মূল অংশ (ইবন উমারের মসজিদে রাত্রি যাপন) বুখারি ও মুসলিম কর্তৃক সঙ্কলিত)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৮২; সহীহ বুখারি, হাদীস-৩৭৩৮; সহীহ মুসলিম, হাদীস-১৪০]