ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৫২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ভূপৃষ্ঠ কীভাবে পবিত্র করা হবে
(২৫২) তাবিয়ি মুহাম্মাদ ইবন আলী ইবনুল হানাফিয়্যাহ (৮০ হি.) এবং তাবিয়ি আবু কিলাবা আব্দুল্লাহ ইবন যাইদ (১০৪ হি.) উভয়ে বলেন, ভূমি যদি শুকিয়ে যায় তাহলে তা পবিত্র হয়ে যাবে।
كتاب الطهارة
عن ابن الحنفية وأبي قلابة قالا: إذا جفت الأرض فقد زكت

হাদীসের তাখরীজ (সূত্র):

[মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৬২৫ ও ৬২৬]
অনুরূপ মতামত তাবিয়ি জা'ফর সাদিক (১৮৪ হি.) থেকে সঙ্কলন করেছেন আব্দুর রাযযাক ও ইবন আবী শাইবা । [গ্রন্থকার টীকায় বলেন, উভয় তাবিয়ির বর্ণনার সনদের রাবীগণ গ্রহণযোগ্য। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান