ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৪৭
বীর্যের বিধান
(২৪৭) আবু হুরাইরা রা. বলেন, কাপড়ে বীর্য লাগলে, তুমি যদি তা দেখতে পাও তাহলে তা ধুয়ে ফেলবে। আর যদি তা না হয় তাহলে কাপড়টি পুরোই ধৌত করবে।
عن أبي هريرة رضي الله عنه قال في المني يصيب الثوب: إن رأيته فاغسله وإلا فاغسله كله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৭ | মুসলিম বাংলা