ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৪৬
বীর্যের বিধান
(২৪৬) মুআবিয়া রা. তার বোন উম্মুল মুমিনীন উম্মু হাবীবা রা.কে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ (ﷺ) যে কাপড় পরিহিত অবস্থায় তাঁর সাথে মিলিত হতেন, সেই কাপড়ে কি তিনি সালাত আদায় করতেন? তিনি বলেন, হ্যাঁ, যদি কাপড়ে কোনো নোংরা না দেখতে পেতেন তাহলে
عن معاوية بن أبي سفيان رضي الله عنهما أنه سأل أخته أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم هل كان رسول الله صلى الله عليه وسلم يصلي في الثوب الذي يجامعها فيه؟ فقالت: نعم إذا لم ير فيه أذى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৪৬ | মুসলিম বাংলা