ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২৪৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
বীর্যের বিধান
(২৪৫) আয়িশা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাপড় থেকে বীর্য ডলে উঠাতাম, যদি তা শুকনো হত। আর তা আর্দ্র হলে আমি তা ধৌত করতাম ।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها قالت: أفرك المني من ثوب رسول الله صلى الله عليه وسلم إذا كان يابسا و أغسله إذا كان رطبا

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাহাবি, দারাকুতনি, আবু আওয়ানাহ । সনদ সহীহ)। [তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস- ২৭৫; সুনান দারাকুতনি, হাদীস-৪৪৯; মুস্তাখরাজ আবু আওয়ানাহ, হাদীস-৫২৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান