ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৪৪
 পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
বীর্যের বিধান
(২৪৪) আয়িশা রা. বলেন, কাপড়ে বীর্য লাগলে তুমি যদি তা দেখতে পাও তাহলে তা ধুয়ে ফেলবে। আর যদি দেখতে না পাও তাহলে তার উপর পানি ঢেলে দেবে।
كتاب الطهارة
عن عائشة رضي الله عنها أنها قالت في المني إذا أصاب الثوب: إذا رأيته فاغسله وإن لم تره فائضحة