ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৪৩
বীর্যের বিধান
(২৪৩) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কাপড় থেকে বীর্য ধৌত করে সেই কাপড়েই সালাত আদায় করতে বেরিয়ে যেতেন । আমি তাঁর কাপড়ে ধোয়ার চিহ্নের দিকে তাকিয়ে থাকতাম।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يغسل المني ثم يخرج إلى الصلاة في ذلك الثوب وأنا أنظر إلى أثر الغسل فيه
