ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২১৮
মোজার উপর মাসাহ করার পদ্ধতি
(২১৮) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, আমি দেখলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) পেশাব করলেন এবং ফিরে এসে তিনি ওযু করলেন। অতঃপর তিনি তাঁর দুই মোজার উপর মাসাহ করলেন। তিনি তাঁর ডানহাত ডান মোজার উপরে ও বামহাত বাম মোজার উপরে রাখলেন। এরপর তিনি মোজা দুইটির উপরে একবার মুছে নিলেন। আমার মনে হচ্ছে আমি যেন মোজা দুইটির উপরে রাসূলুল্লাহ (ﷺ) এর আঙ্গুলগুলো দেখতে পাচ্ছি ।
عن المغيرة بن شعبة، قال: «رأيت رسول الله صلى الله عليه وسلم بال، ثم جاء حتى توضأ ومسح على خفيه، ووضع يده اليمنى على خفه الآيمن، ويده اليسرى على خفه الآيسر، ثم مسح أعلاهما مسحة واحدة، حتى كأني أنظر إلى أصابع رسول الله صلى الله عليه وسلم على الخفين»
