ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২১৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করার পদ্ধতি
(২১৭) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মোজার উপরের অংশে মাসাহ করতে নির্দেশ দিয়েছেন, যদি সেগুলো পবিত্র অবস্থায় পরিধান করা হয়।
كتاب الطهارة
عن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم يأمر بالمسح على ظهر الخفين إذا لبسهما وهما طاهرتان
tahqiqতাহকীক:তাহকীক চলমান