ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২১৬
মোজার উপর মাসাহ করার পদ্ধতি
(২১৬) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এক সফরে ছিলাম। (ওযুর উদ্দেশ্যে) আমি তাঁর পায়ের মোজা জোড়া খুলতে উদ্যত হই । তিনি বলেন, ওগুলোকে রেখে দাও; কারণ আমি পবিত্র অবস্থায় এগুলো পরিধান করেছি। অতঃপর তিনি সেগুলোর উপরে মাসাহ করেন।
عن المغيرة بن شعبة رضي الله عنه قال: كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فأهويت لأنزع خفيه فقال: دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, পবিত্রতা অর্জন করার পরে চামড়ার মোজা পরিধান করে থাকলে নির্দিষ্ট সময়ের জন্য পরবর্তী অযুতে মোজা না খুলে শুধু মোজার উপর মাসেহ করলে পা ধুয়ার ফরয আদায় হয়ে যাবে। এটাই হানাফী মাযহাবের মত। শামী: ১/২৬৪) আর অযু থাকা অবস্থায় মোজার উপর মাসেহের সময়-সীমা শেষ হয়ে গেলে মোজা খুলে উভয় পা ধুয়ে নেওয়া যথেষ্ট। পুনরায় অযু করা আবশ্যক নয়। তবে এ ক্ষেত্রে সম্ভব হলে নতুন ভাবে অযু করে নেওয়া উত্তম। (কিতাবুল আছল ১/৭৩; ফাতাওয়া খানিয়া ১/৪৭; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪১৬; আদ্দুররম্নল মুখতার ১/২৭৬)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২১৬ | মুসলিম বাংলা