ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২১৯
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
মোজার উপর মাসাহ করার পদ্ধতি
(২১৯) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মোজাদ্বয়ের উপরিভাগে মাসাহ করতেন।
كتاب الطهارة
عن علي رضي الله عنه مرفوعا: يمسح على ظاهر خفيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান