ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২০৩
তায়াম্মুমের পদ্ধতি
(২০৩) জাবির রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলে, আমি জানাবাতে (যৌনতা-জাত নাপাকিতে) আক্রান্ত হই তখন আমি মাটির মধ্যে গড়াগড়ি করি রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি (এই অবস্থায়) এভাবে মাটিতে আঘাত করবে, এবং তিনি তাঁর দুইহাত দিয়ে মাটিতে আঘাত করেন, অতঃপর তাঁর মুখমণ্ডল মুছেন। এরপর তিনি পুনরায় তাঁর দুইহাত দিয়ে মাটিতে আঘাত করেন এবং কনুই পর্যন্ত দুইহাত মুছেন।
عن جابر، قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم، فقال: أصابني جنابة، وإني تمعكت في التراب، فقال: «اضرب هكذا» وضرب بيديه الأرض فمسح وجهه، ثم ضرب بيديه فمسح بهما إلى المرفقين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৩ | মুসলিম বাংলা