ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২০৪
তায়াম্মুমের পদ্ধতি
(২০৪) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি যখন তায়াম্মুম করতেন দুইহাত দ্বারা (মাটিতে) একবার আঘাত করতেন অতঃপর তা দ্বারা তার মুখমণ্ডল মুছতেন। এরপর তিনি পুনরায় তার দুইহাত দিয়ে (মাটিতে) আঘাত করতেন এবং তা দ্বারা কনুই পর্যন্ত দুইহাত মুছতেন ।
عن ابن عمر رضي الله عنه أنه كان إذا تيمم ضرب بيديه ضربة فمسح بهما وجهه ثم ضرب بيديه ضربة أخرى ثم مسح بهما يديه إلى المرفقين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২০৪ | মুসলিম বাংলা