ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২০২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
তায়াম্মুমের পদ্ধতি
(২০২) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তায়াম্মুমের পদ্ধতি হল (দুইবার মাটিতে আঘাত করতে হবে বা হাত রাখতে হবে)। একবার আঘাত মুখের জন্য এবং আরেকবার আঘাত কনুই পর্যন্ত দুই হাতের জন্য।
كتاب الطهارة
عن جابر، عن النبي صلى الله عليه وسلم، قال: " التيمم ضربتان: ضربة للوجه، وضربة لليدين إلى المرفقين "