ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৯০
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৯০) ইবন আব্বাস রা. বলেন, মাইমূনা রা.র এক খাদেমাকে একটি ছাগি দান করা হয়। ছাগিটি মারা যায়। রাসূলুল্লাহ (ﷺ) মৃত ছাগিটির নিকট দিয়ে গমন করেন। তিনি বলেন, তোমরা এই ছাগির চামড়া নিয়ে পাকা করে ব্যবহার করলে না কেন? উপস্থিত মানুষেরা বলেন, এটি তো মৃত । রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (জবাই ছাড়া মৃত্যুর ফলে) ভক্ষণ করা হারাম হয়েছে মাত্র, চামড়া ব্যবহার হারাম হয় নি। (মুসলিম)।
عن ابن عباس رضي الله عنهما قال: تصدق على مؤلاتِ لميمونة بشاة فماتت فمر بها رسول الله صلى الله عليه وسلم فقال: هلا أخذتم إهابها فدبعتموه فانتفعتم به فقالوا: إنّها ميتة فقال: إنما حرم أكلها.
