ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৮৯
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৮৯) ইবন আব্বাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, চামড়া যদি পাকা করা হয় তাহলে তা পবিত্র হয়ে যায়। (মুসলিম) ।
عن ابن عباس رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إذا دبغ الإهاب فقد طهر.
