ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৮৮
পানি বা পানীয়ের মধ্যে মাছি পতিত হলে
(১৮৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কারো পানীয়ের মধ্যে যদি মাছি পতিত হয় তাহলে সে যেন মাছিটিকে পুরোপুরি পানীয়ের মধ্যে চুবিয়ে দেয় এরপর তা তুলে ফেলে দেয় । কারণ তার দুই ডানার এক ডানায় রোগ ও অন্য ডানায় প্রতিষেধক থাকে (বুখারি) ।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه ثم لينزعه فإن في إحدى جناحيه داء والأخرى شفاء.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৮ | মুসলিম বাংলা