ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৯১
পাকা করলে (tanning) চামড়া পবিত্র হয় এবং মৃত পশুর চামড়া, পশম ও হাড় ব্যবহারে অসুবিধা নেই
(১৯১) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) শুধুমাত্র মৃত পশুর মাংস হারাম করেছেন। চামড়া, পশম ও চুল ব্যবহারে কোনো আপত্তি নেই।
عن ابن عباس رضي الله عنهما: إنما حرم رسول الله صلى الله عليه وسلم من الميتة لحمها وأما الجلد والشعر والصوف فلا بأس به.
