ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৮৭
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
কূপের মধ্যে ইঁদুর, পাখি বা বিড়াল পতিত হলে
(১৮৭) তাবিয়ি ইবরাহীম নাখয়ি (৯৫ হি.) বলেন, কূপের মধ্যে ইঁদুর নিপতিত হলে সেই কূপ থেকে ৪০ বালতি পরিমাণ পানি তুলে ফেলে দিতে হবে ।
كتاب الطهارة
عن إبراهيم في فأرة وقعت في بئر: ينزح منها قدر أربعين دلوا.

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাহাবি । সনদের সকল রাবী নির্ভরযোগ্য)। [তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৪২]

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, আলী রা.র হাদীসে কূপের সব পানি তুলে ফেলার যে নির্দেশ দেওয়া হয়েছে তা সম্ভবত মৃত ইঁদুর ফুলে বা পচে গেলে প্রযোজ্য । আর স্বাভাবিক ক্ষেত্রে শা’বি ও ইবরাহীম নাখয়ির ফাতওয়া প্রযোজ্য ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান