ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৮৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
কূপের মধ্যে ইঁদুর, পাখি বা বিড়াল পতিত হলে
(১৮৬) তাবিয়ি আমির ইবন শারাহীল শা'বি রাহ. (মৃ. ১০৪ হি.) বলেন, পাখি, বিড়াল বা অনুরূপ প্রাণি কূপের মধ্যে পতিত হলে (তা উঠিয়ে ফেলার পর) সেই কূপের ৪০ ‘বালতি’ পানি তুলে ফেলে দিতে হবে
كتاب الطهارة
عن الشعبي في الطير والنور ونحوهما يقع في البقر قال: ينزح منها أربعون دلوا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান