ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৮৫
কূপের মধ্যে ইঁদুর, পাখি বা বিড়াল পতিত হলে
(১৮৫) তাবিয়ি মাইসারাহ বলেন, একটি কূপের মধ্যে ইঁদুর পতিত হয়ে মারা যায় । আলী রা. এই কূপের বিষয়ে বলেন, এর পানি তুলে ফেলে দিতে হবে
عن ميسرة أن عليا رضي الله عنه قال في بير وقعت فيها فأرة فماتت قال: ينزح ماؤها.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৫ | মুসলিম বাংলা