ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৮৪
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
কূপের মধ্যে মানুষের মৃত্যু হলে
(১৮৪) তাবিয়ি আতা বলেন, একজন হাবশি যমযম কূপের মধ্যে পড়ে মারা যায় । তখন আব্দুল্লাহ ইবন যুবাইর কূপের পানি তুলে ফেলার নির্দেশ দেন । কিন্তু (যতই পানি উঠানো হোক) পানি শেষ হয় না। তখন দেখা গেল যে, হাজরে আসওয়াদের দিক থেকে একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছে । তখন আব্দুল্লাহ ইবন যুবাইর বললেন, যথেষ্ট, আর পানি তোলার দরকার নেই ।
كتاب الطهارة
عن عطاء أن حبشيا وقع في زمزم فمات فأمر ابن الزبير فنزح ماؤها فجعل الماء لا ينقطع فنظر فإذا عين تجري من قبل الحجر الأسود فقال
ابن الزبير: حسبكم.

হাদীসের তাখরীজ (সূত্র):

বর্ণনাটি তাহাবি ও ইবন আবী শাইবা সঙ্কলন করেছেন এবং এর সনদ সহীহ ৷ এই অর্থে ইবন আব্বাস রা. থেকে অনুরূপ মতামত সহীহ সনদে সঙ্কলন করেছেন দারাকুতনি। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১৭২১; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৩১]
tahqiqতাহকীক:তাহকীক চলমান