ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৭৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
দুই ‘কোলা’ পানির হাদীস
(১৭৫) আব্দুল্লাহ ইবন উমার* রা. বলেন, পানি যদি চল্লিশ কোলা পরিমাণ হয় তাহলে তা নাপাক হবে না।
كتاب الطهارة
عن عبد الله بن عمر رضي الله عنهما قال: إذا بلغ الماء أربعين قلة لم ينجس
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি দারাকুতনি সহীহ সনদে সঙ্কলিত করেছেন)। [সুনান দারাকুতনি, হাদীস-৩৯; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১২৪৯; যাইলায়ি, নাসবুর রায়াহ ১/১১০।
* [গ্রন্থকার টীকায় বলেন, যাইলায়ি নাসবুর রায়াহতে দারাকুতনির বরাতে এভাবেই হাদীসটি আব্দুল্লাহ ইবন উমার থেকে উদ্ধৃত করেছেন। তবে দারাকুতনির সুনানে রয়েছে 'আব্দুল্লাহ ইবন আমর'। আর বাইহাকির সুনানে কুবরায় রয়েছে 'আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস'। -সম্পাদক]
* [গ্রন্থকার টীকায় বলেন, যাইলায়ি নাসবুর রায়াহতে দারাকুতনির বরাতে এভাবেই হাদীসটি আব্দুল্লাহ ইবন উমার থেকে উদ্ধৃত করেছেন। তবে দারাকুতনির সুনানে রয়েছে 'আব্দুল্লাহ ইবন আমর'। আর বাইহাকির সুনানে কুবরায় রয়েছে 'আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস'। -সম্পাদক]