ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৭৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
অপ্রবহমান স্থির পানিতে পেশাব করতে ও গোসল করতে নিষেধাজ্ঞা
(১৭৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ) বলেছেন, তোমাদের কেউ যেন কখনোই অপ্রবহমান স্থির পানিতে পেশাব না করে, অতঃপর সে তাতে গোসল করবে। (বুখারি ও মুসলিম)।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه.
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-২৩৯; সহীহ মুসলিম, হাদীস-২৮২; সুনান নাসায়ি, হাদীস-৪০০; সুনান আবু দাউদ, হাদীস-৬৯]
হাদীসের ব্যাখ্যা:
কোন মানুষ যদি গোসলখানায় পেশাব করার পর সেস্থানে গোসল কিংবা উযূ করে, তা হবে নির্ঘাত শিষ্টাচার বিবর্জিত কাজ। কারণ এহেন কাজের একটি খারাপ পরিণতিও রয়েছে। তা হলো এতে পেশাবের ছিটা লাগার সম্ভাবনা থেকে যায়। রাসূলুল্লাহ ﷺ-এর বাণী শেষাংশ থেকে বুঝা যায় যে, গোসলখানায় পেশাব করার পর গোসল কিংবা উযূ করা হলে যদি তার ফোটা শরীরে কিংবা পোশাকে লাগার আশংকা থেকে যায় তবে তা নিষেধের আওতাভূক্ত। অন্যথায় গোসলখানা যদি এরূপ তৈরি করা হয় যে, পেশাবের স্থান আলাদা এবং পানি ঢেলে দেওয়ার পর তা বিদূরিত হয়ে স্থান পরিচ্ছন্ন হয়ে যায়, তবে এক্ষেত্রে নিষেধাজ্ঞা বিধান প্রযোজ্য হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)