ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৭৬
অপ্রবহমান স্থির পানিতে পেশাব করতে ও গোসল করতে নিষেধাজ্ঞা
(১৭৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ) বলেছেন, তোমাদের কেউ যেন কখনোই অপ্রবহমান স্থির পানিতে পেশাব না করে, অতঃপর সে তাতে গোসল করবে। (বুখারি ও মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يبولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه.
