ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৭৪
দুই ‘কোলা’ পানির হাদীস
(১৭৪) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হয়, যে জলাশয়ে জীব জানোয়ার ও বন্য হিংস্র পশু আগমন করে (পানি পান করে বা পানিতে নামে) সেই পানির বিধান কী? তিনি বলেন, পানি যদি দুই ‘কোলা’ পরিমাণ* হয় তাহলে তা অপবিত্র হয় না।
عن عبد الله بن عمر رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن الماء وما ينوبه من الدواب والسباع فقال إذا كان الماء
فلتين لم يحمل الخبث.

হাদীসের ব্যাখ্যা:

* 'কোলা'র পরিমাপের বিষয়ে বিভিন্নতা রয়েছে। অধিকাংশ বিবরণই অস্পষ্ট। কেউ 'বড় কোলা' বলে উল্লেখ করেছেন। কেউ বলেছেন, কোলার পরিমাণ নয় সা' (২.১৭৫৯) প্রায় ২০ লিটার পানি। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৭৪ | মুসলিম বাংলা