ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৮
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যদি তাঁর স্ত্রীর নিকট কোনো প্রয়োজন থাকত তা মেটাতেন এবং এরপর সেভাবেই ঘুমিয়ে পড়তেন, কোনো প্রকার পানি স্পর্শ করতেন না।
عن عائشة رضي الله عنها قالت: إن رسول الله صلى الله عليه وسلم إن كانت له إلى أهله حاجة قضاها ثم ينام كهيئته لا يمس ماء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৮ | মুসলিম বাংলা