ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৯
মুমিনের সত্ত্বা অপবিত্র হয় না
(১৫৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুমিন নাপাক দ্রব্যে পরিণত হয় না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن المؤمن لا ينجس

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ গোসল ফরয হওয়ার অর্থ এই নয় যে, মুমিনের দেহ নাপাক বস্তুতে পরিণত হয়েছে বা তাকে স্পর্শ করা যাবে না। মুমিনের এই প্রকার নাপাকি 'বিধানগত' অর্থাৎ তিনি গোসল না করা পর্যন্ত নির্দিষ্ট কিছু ইবাদত করতে পারবেন না। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৯ | মুসলিম বাংলা