ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১৫৭
নাপাক ব্যক্তি পানাহার বা ঘুমানোর জন্য কী করবে
(১৫৭) আয়িশা রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথম রাতে ঘুমাতেন এবং শেষ রাতে ইবাদতে জাগ্রত থাকতেন। এরপর তিনি তাঁর স্ত্রীর সান্নিধ্যের প্রয়োজন অনুভব করলে তা পূর্ণ করতেন। অতঃপর কোনোরূপ পানি স্পর্শ না করেই তিনি ঘুমিয়ে পড়তেন। যখন প্রথম আযান দেওয়া হত তখনই তিনি উঠে পড়তেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم ينام أول الليل ويحيي آخره ثم إن كانت له حاجة قضى حاجته ثم ينام قبل أن يمس ماء فإذا كان عند النداء الأول وثب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৭ | মুসলিম বাংলা